ঝাঝা - Latest News on ঝাঝা| Breaking News in Bengali on 24ghanta.com
কৃষক বিক্ষোভে উত্তাল ঝাঝা

কৃষক বিক্ষোভে উত্তাল ঝাঝা

Last Updated: Friday, July 26, 2013, 17:17

কৃষক বিক্ষোভে উত্তাল হরিয়ানার ঝাঝর জেলা। তিনবছর অপেক্ষার পর ক্ষতিপূরণের চেক হাতে পেয়েছেন। চেক পেয়েই বিক্ষোভের আগুন দ্বিগুন হয়ে গেছে। কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২ টাকা। কাউকে বা ৬ টাকা। কেউ বা আবার পেয়েছেন ১২ টাকার চেক। এই চেক দিয়ে কী হবে তা বুঝেই উঠতে পারছেন না কৃষকরা। ক্ষতিপূরণের নামে এই প্রহসনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তাঁরা।