Last Updated: January 8, 2012 18:52

চোট কাটিয়ে পারথ টেস্টের দলে ফিরেই সচিন তেন্ডুলকরদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন অসি পেসার রায়ান হ্যারিস। পারথের পিচে ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমত নাজেহাল করার হুমকি দিয়েছেন তিনি। হ্যারিস মনে করেন, ভারতীয় দল মূলত কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর নির্ভর করে আছে। এই মুহূর্তে পরপর দুটি টেস্ট হেরে এমনিতেই ভারতীয় ক্রিকেটারদের মনোবলে চিড় ধরেছে। তার উপর একদল ক্রিকেটার এখনই দেশে ফিরতে পারলে বাঁচেন। এমন অবস্থায় পারথের সবুজ পিচে ভারতকে কাবু করার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চান না এই অসি পেসার। অস্ট্রেলিয়ার কাছে ভারত টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হবে বলেও তিনি মনে করেন।
First Published: Sunday, January 8, 2012, 18:52