Last Updated: Friday, May 9, 2014, 22:32
শ্রীনি হটাও ইস্যুতে ফের একবার লড়াইয়ে আদিত্য বর্মা। আইসিসিকে চিঠি দিয়ে আদিত্য ভার্মা জানতে চেয়েছেন, সুপ্রীম কোর্ট যখন শ্রীনিবাসনকে বোর্ডের যাবতীয় কাজ থেকে নিজেকে সরে থাকার নির্দেশ দিয়েছেন,তখন আইসিসি কিভাবে তাঁকে নিয়ে যায় দুবাইয়ের বৈঠকে? এমনকি আইসিসির উদ্দেশ্যে বিহার ক্রিকেট অ্যাসোশিয়েসন সংস্থার সচিবের হুমকি,ব্যবস্থা না নিলে আইসিসিকেও তিনি আদালতে টেনে নিয়ে যাবেন।ফের পত্রবোমা আদিত্য বর্মার। বিহার ক্রিকেট অ্যাসোশিয়েসনের সচিব আদিত্য বর্মা কিছুতেই শ্রীনি হটাও লড়াই থেকে নিজেকে সরিয়ে আনছেন না।