Last Updated: May 10, 2012 23:33

নতুন হকার নীতি গঠন করেছে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে ২৭ জনকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বুধবারই হকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসে। তবে কমিটিতে তাদের কোনও প্রতিনিধিত্ব নেই বলে ক্ষুব্ধ হকার সংগঠনগুলি। পাশাপাশি কমিটি যে হকার নীতি প্রণয়ন করছে তা হকারদের বিরুদ্ধেই গেছে, এমনই অভিযোগ তুলে এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন হকাররা।
হকার নীতির প্রতিবাদে বৃহস্পতিবার কেএমডিএর সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তাঁরা। আগামী ১৯ মে, কলকাতায় ভুখা মিছিলের ডাক দেওয়া হয়েছে। ২৬ মে রাজ্যের বিভিন্ন জায়গায় জেল ভরো আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে।
First Published: Thursday, May 10, 2012, 23:36