Hawkers - Latest News on Hawkers| Breaking News in Bengali on 24ghanta.com
নতুন নীতির প্রতিবাদে সরব হকাররা

নতুন নীতির প্রতিবাদে সরব হকাররা

Last Updated: Thursday, May 10, 2012, 23:33

নতুন হকার নীতি গঠন করেছে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে ২৭ জনকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বুধবারই হকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসে। তবে কমিটিতে তাদের কোনও প্রতিনিধিত্ব নেই বলে ক্ষুব্ধ হকার সংগঠনগুলি।