Last Updated: June 19, 2012 14:30

হলদিয়া পেট্রো কেমিক্যালসের বোর্ড মিটিং বন্ধ করতে এবার আদালতের দ্বারস্থ হল উইনস্টার। পূর্ণেন্দু চ্যাটার্জির সংস্থা উইনস্টারের দাবি, বৈঠকে তাঁদের বোর্ড মেম্বার হিসেবে সামিল করতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হলদিয়া পেট্রো-কেমিক্যালসের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। সেই মিটিং বন্ধ করতেই এদিনই কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় মরিশাসের এই সংস্থার তরফে। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন হলদিয়া পেট্রো কেমিক্যালস আপাতত কোনও শেয়ার হস্তান্তর করতে পারবে না। শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের তরফে।
First Published: Tuesday, June 19, 2012, 14:30