Last Updated: Tuesday, June 19, 2012, 14:30
হলদিয়া পেট্রো কেমিক্যালসের বোর্ড মিটিং বন্ধ করতে এবার আদালতের দ্বারস্থ হল উইনস্টার। পূর্ণেন্দু চ্যাটার্জির সংস্থা উইনস্টারের দাবি, বৈঠকে তাঁদের বোর্ড মেম্বার হিসেবে সামিল করতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হলদিয়া পেট্রো-কেমিক্যালসের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল।