ফের বেপরোয়া চালক, নিউটাউনে মুখোমুখি দুই অটোর সংঘর্ষে আহত ১

ফের বেপরোয়া চালক, নিউটাউনে মুখোমুখি দুই অটোর সংঘর্ষে আহত ১

ফের বেপরোয়া চালক, নিউটাউনে মুখোমুখি দুই অটোর সংঘর্ষে আহত ১নরমে গরমে সরকারের তরফ থেকে হুমকি, সংবাদ মাধ্যমে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিন্দুমাত্র বদল হচ্ছে না বাস্তব চিত্রটার। কলকাতায় অটো চালকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এবার ঘটনা স্থল নিউটাউন। বেপরোয়া চালকের জন্য মুখোমুখি সংঘর্ষ ঘটল দুই অটোর মধ্যে।

আজ একটি অটো ভাড়া করে সপরিবারে কেষ্টপুর থেকে অ্যাকোয়াটিকায় যাচ্ছিলেন ঝুমকি মিত্র। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি অটো ঝুমকিদের অটোকে ধাক্কা মারে। দুর্ঘটনায় হাতের হাড় ভেঙে যায় ওই যাত্রীর। তাঁকে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং পরে নার্সিংহোমে ভর্তি করা হয়। আহত যাত্রীর অভিযোগ, বেপরোয়া অটোচালকের জন্যই এই দুর্ঘটনা ঘটে।

First Published: Monday, March 31, 2014, 20:27


comments powered by Disqus