Last Updated: Monday, March 10, 2014, 21:30
সিন্ডিকেট দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নিউটাউনে। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট চারজন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আহতদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগের তির রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাবুদ্দিনের বিরুদ্ধে। সোমবার বেলা বারোটা নাগাদ নিউটাউনের ইকোপার্ক এলাকায় একটি প্রজেক্টের সরঞ্জাম ফেলার কাজ করছিলেন স্থানীয় বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীরা। সেই সময় তৃণমূল সাংসদ তথা বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের অনুগামী মহম্মদ আফতাবুদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় শুরু হয় দুই গোষ্ঠীর সংঘর্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।