Last Updated: February 5, 2014 13:09

গর্ভবতী মহিলাকে শ্লীলতাহানিতে অভিযুক্ত হলেন বদ্রিনাথ মন্দিরের প্রধান পুরোহিত কেশাভান নামবোথিরি (Keshavan Namboothiri)। ৩০ বছরের ওই মহিলার আনা অভিযোগ খতিয়ে দেখার পরপ্রধান পুরোহিতকে গ্রেফতার করল পুলিস। উত্তরাখণ্ডের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, শরীর খারাপ এই অজুহাতে তাঁকে ডেকে পাঠান বছর ৩৬-এর প্রধান পুরোহিত। পুরোহিতের কথা শুনে সেই মহিলা যান দক্ষিণ দিল্লির মেহারলু অঞ্চলের এক হোটেলে।
হোটেলের ঘরে ঢুকে সেই মহিলা দেখেন কেশাভান মদ্যপ ও হাতে সিগারেট। এরপর সেই মহিলাকে জোর করে নিজের বিছানায় ছুঁড়ে ফেলতে যান বদ্রিনাথের প্রধান পুরোহিত। কিন্তু কোনরকমে মদ্যপ পুরোহিতকে ধাক্কা মেরে ঘর ছেড়ে বেড়িয়ে যান সেই মহিলা। অভিযোগ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেই মহিলাকে তাড়া করেন কেশাভান।
ভারতী দণ্ডবিধির ৩৪২ ধারায় (wrongful confinement), ৩৫৪ ধারায় (assault to woman with intent to outrage her modesty) কেশাভান নামবোথিরি বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বদ্রিনাথ মন্দির কর্তৃপক্ষ, কেশাভান নামবোথিরিকে এই অভিযোগে বহিষ্কার করেছে।
First Published: Wednesday, February 5, 2014, 13:39