Last Updated: Wednesday, February 5, 2014, 13:09
গর্ভবতী মহিলাকে শ্লীলতাহানীতে অভিযুক্ত হলেন বদ্রিনাথ মন্দিরের প্রধান পুরোহিত কেশাভান নামবোথিরি (Keshavan Namboothiri)। ৩০ বছরের ওই মহিলার আনা অভিযোগ খতিয়ে দেখার পরপ্রধান পুরোহিতকে গ্রেফতার করল পুলিস। উত্তরাখণ্ডের বাসিন্দা ওই মহিলার অভিযোগ, শরীর খারাপ এই অজুহাতে তাঁকে ডেকে পাঠান বছর ৩৬-এর প্রধান পুরোহিত। পুরোহিতের কথা শুনে সেই মহিলা যান দক্ষিণ দিল্লির মেহারলু অঞ্চলের এক হোটেলে।