Last Updated: November 27, 2011 17:43

সোমবার দক্ষিণ কলকাতা উপনির্বাচনের প্রচারের শেষ দিন। তাই শেষমূহুর্তের প্রচারযুদ্ধে যুযুধান সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষই। সকাল থেকেই রীতিমতো জমে উঠলো প্রচারপর্ব।

তরুণ ব্রিগেডকে সঙ্গে নিয়ে কসবার বস্তি অঞ্চল ঘুরে প্রচার সারলেন বামপ্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লাগামছাড়া মূল্যবৃদ্ধির ইস্যুকে হাতিয়ার করেই বর্তমান রাজ্যসরকারের বিরু্দ্ধে তোপ দাগলেন তরুণ বামপ্রার্থী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত বক্সির হয়ে আজ প্রচারে নামেন দলের হেভিওয়েট নেতারা। তাপস পাল এবং শতাব্দী রায়ের উপস্থিতিতে ভবানিপুর চত্বরে রোডশোর পাশাপাশি প্রচারে ছিল প্রচারে বর্ণাঢ্য মিছিলও।
First Published: Monday, November 28, 2011, 23:54