Last Updated: Wednesday, February 12, 2014, 20:32
কোয়েল মল্লিক থেকে শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী থেকে মিমি চক্রবর্তী, বাংলা পপকর্ন ছবির পাশাপাশি অন্যধারার ছবিতেও ভাগ্য পরীক্ষা করে ফেলেছেন টলিউডের প্রথম সারির সকলেই। বাকি ছিলেন শুধু নুসরত্ জাহান। এবার পালা তাঁর। ঋতব্রত ভট্টাচার্যর সন্ধ্যা নামার আগে ছবিতে রাহুল বোসের বিপরীতে অভিনয় করতে চলেছেন নুসরত্। রাহুল-নুসরত্ ছাড়াও ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও পলাশ সেন।