Helen in Andhra Pradesh, winter delayed in Bengal

আজ রাতেই অন্ধ্র উপকূলে শুরু হবে হেলেনের তাণ্ডব, শীত থমকাবে এ রাজ্যে

আজ রাতেই অন্ধ্র উপকূলে শুরু হবে হেলেনের তাণ্ডব, শীত থমকাবে এ রাজ্যেপাইলিনের পর এবার হেলেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশের দক্ষিণে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় হেলেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অন্ধ্রের মছলিপত্তনম ও নেল্লোরের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

এই সময় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার। বিপদের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে জারি করা হয়েছে সতর্কতা। এই ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় শীত আসার পথে সাময়িক বাধা আসতে পারে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। গত অক্টোবর মাসে ওড়িশার গোপালপুরের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় পাইলিন। আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার।

First Published: Thursday, November 21, 2013, 13:32


comments powered by Disqus