Last Updated: Sunday, October 13, 2013, 20:04
সঠিক পূর্বাভাস সঙ্গে অসাধারণ প্রশাসনিক তত্পরতা। যার জেরে পাইলিনের মতো ভয়াবহ সাইক্লোনেও খুব বেশি প্রাণহানির ঘটনা ঘটল না। শনিবার রাত ৯টা ২১ মিনিটে গোপালপুর উপকূলে আছড়ে পড়ে পাইলিন। কিন্তু, আবহাওয়া দফতরের আগাম সতর্কতার ভিত্তিতে তার আগেই ৯ লক্ষ মানুষকে অন্ধ্র ও ওড়িশা উপকূল থেকে সরিয়ে ফেলে প্রশাসন। ঝড়ের আগেই গাছ পড়ে ওড়িশায় ৭ জনের মৃত্যু হয়েছিল। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এক বৃদ্ধ ও এক মতস্যজীবীর মৃত্যু হয়েছে। প্রাণহানির ঘটনা না ঘটলেও ঝড়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকার ফসল। বন্ধ ট্রেন চলাচল। বিদ্যুত্হীন ৭টি জেলা।