Last Updated: January 16, 2013 14:56

সেন্ট্রাল লন্ডনে নির্মীয়মান বহুতলের ছাদে ক্রেনের উপর ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের।
সূত্রে খবর, বুধবার ভোরে কম দৃশ্যমানতার কারণে টেমসের ধারে ভক্সহলের ৪৩ তল বাড়িটির ছাদে ক্রেনটিতে ধাক্কা খেয়ে সশব্দে মাটিতে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় ঢেকে যায় সংলগ্ন ওয়ান্ডসোয়ার্থ রোডে। আগুনও ছড়িয়ে পড়ে।
ভক্সহল এবং নাইন এমস অঞ্চলে যান চলাচল ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে। ভক্সহল এবং ওয়াটারলু টিউব স্টেশন দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে পুলিস সহ দমকলের ২০টি ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স পৌঁছিয়েছে।
First Published: Wednesday, January 16, 2013, 15:23