Vauxhall - Latest News on Vauxhall| Breaking News in Bengali on 24ghanta.com
ব্যস্ত লন্ডনে ভেঙে পড়ল চপার, মৃত ২

ব্যস্ত লন্ডনে ভেঙে পড়ল চপার, মৃত ২

Last Updated: Wednesday, January 16, 2013, 14:56

সেন্ট্রাল লন্ডনে নির্মীয়মান বহুতলের ছাদে ক্রেনের উপর ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। সূত্রে খবর, বুধবার ভোরে কম দৃশ্যমানতার কারণে টেমসের ধারে ভক্সহলের ৪৩ তল বাড়িটির ছাদে ক্রেনটিতে ধাক্কা খেয়ে সশব্দে মাটিতে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় ঢেকে যায় সংলগ্ন ওয়ান্ডসোয়ার্থ রোডে। আগুনও ছড়িয়ে পড়ে।