আবার শাশুড়ি হবেন হেমা

আবার শাশুড়ি হবেন হেমা

আবার শাশুড়ি হবেন হেমাবড় মেয়ে এষার বিয়ে হয়েছে গত বছর জুন মাসে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট মেয়ে অহনাও। জুহুতে হেমামালিনী-ধর্মেন্দ্রর নিজেদের ফ্ল্যাটেই হয়ে গেল ছোট মেয়ের আংটি বদল অনুষ্ঠান। পাত্র দিল্লির ব্যবসায়ী বৈভব ভোরা।

শুক্রবার সন্ধে সাড়ে ৬ টা থেকে হেমার জুহুর ফ্ল্যাটে শুরু হয় এনগেজমেন্টের অনুষ্ঠান। গোলাপি-বেগুনি ভারতীয় পোষাকে সেজেছিলেন অহনা। মেয়ের জীবনের বিশেষ অনুষ্ঠানে উচ্ছ্বসিত হেমা জানালেন, আমরা খুব খুশি। বৈভব খুব ভাল ছেলে। আমাদের আশীর্বাদ ওদের সঙ্গে রয়েছে। এনগেজমেন্ট হলেও এখনও বিয়ের দিন ঠিক হয়নি। দুই পরিবার একসঙ্গে বসে বিয়ের দিন ঠিক করা হবে।

ধর্মেন্দ্র ও হেমামালিনীর ছোট মেয়ে অহনা দেওল একজন ওডিশি নৃত্যশিল্পী ও ফ্যাশন ডিজাইনার।

First Published: Saturday, June 22, 2013, 21:49


comments powered by Disqus