Last Updated: Saturday, June 22, 2013, 21:49
বড় মেয়ে এষার বিয়ে হয়েছে গত বছর জুন মাসে। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট মেয়ে অহনাও। জুহুতে হেমামালিনী-ধর্মেন্দ্রর নিজেদের ফ্ল্যাটেই হয়ে গেল ছোট মেয়ের আংটি বদল অনুষ্ঠান। পাত্র দিল্লির ব্যবসায়ী বৈভব ভোরা।