প্রথম ঝলকেই বাজিমাত `হিরোইন`-এর

প্রথম ঝলকেই বাজিমাত `হিরোইন`-এর

প্রথম ঝলকেই বাজিমাত `হিরোইন`-এর ছবির পোস্টার নিয়ে মধুর ভান্ডারকর খানিক অস্বস্তিতে থাকলেও `হিরোইন`-এর প্রথম ট্রেলরেই দর্শক মন জয় করেছেন তিনি। ইউটিউবে ট্রেলর প্রকাশিত হতেই `লাইক`-এর বন্যা। তরতর করে বাড়ছে `হিট`। ইন্টারনেটে হিটই বলে দিচ্ছে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২১ সেপ্টেম্বর ছবির মুক্তির জন্য।

একজন অভিনেত্রীর পর্দার জীবন। আর পর্দার পিছনে তাঁর বাস্তব জীবন নিয়েই তৈরি হয়েছে `হিরোইন`। নিজের অভিনয় জীবনে করিনা কখনও `চামেলি`, কখনও `ছম্মক ছল্লো`, তো কখনও একেবারেই পাশের বাড়ির মেয়ে `গীত` হয়ে এসেছেন দর্শকদের সামনে। `হিরোইন`-এ করিনার অনবদ্য অভিনয়ের কিছু ঝলক ইতিমধ্যেই দর্শক দেখতে পেয়েছেন ছবির ট্রেলরে। করিনার পারফরম্যান্সে উচ্ছ্বসিত মধুর টুইট করে জানিয়েছেন, ছবির প্রথম ধাপেই এই সাফল্যে তিনি উত্তেজিত।

`চাঁদনি বার`, `সত্তা`, `পেজ থ্রি`, `ট্রাফিক সিগন্যাল`, `কর্পোরেট`, `ফ্যাশন`, `দিল তো বাচ্চা হ্যায় জি`-র পর এবার `হিরোইন`। বরাবরই দর্শকদের নতুন ধরণের ছবি উপহার দিয়েছেন মধুর। এবারও দর্শক রয়েছে নতুন কিছু চমকের আশায়। তব্বু, কঙ্কনা, বিপাশা, প্রিয়াঙ্কা, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নতুন ধাপে উত্তরণও হয়েছে তাঁর ছবির হাত ধরেই। এবার হয়তো করিনার পালা।



First Published: Thursday, July 26, 2012, 16:11


comments powered by Disqus