Last Updated: Thursday, July 26, 2012, 16:11
ছবির পোস্টার নিয়ে মধুর ভান্ডারকর খানিক অস্বস্তিতে থাকলেও `হিরোইন`-এর প্রথম ট্রেলরেই দর্শক মন জয় করেছেন তিনি। ইউটিউবে ট্রেলর প্রকাশিত হতেই `লাইক`-এর বন্যা। তরতর করে বাড়ছে `হিট`। ইন্টারনেটে হিটই বলে দিচ্ছে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২১ সেপ্টেম্বর ছবির মুক্তির জন্য।