হাইস্পিড ট্রেনের পরিকাঠামো গড়তে কমিটি তৈরি করল রেল

হাইস্পিড ট্রেনের পরিকাঠামো গড়তে কমিটি তৈরি করল রেল

হাইস্পিড ট্রেনের পরিকাঠামো গড়তে কমিটি তৈরি করল রেলহাইস্পিড ট্রেনের পরিকাঠামো গড়তে কমিটি তৈরি করল রেল। রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতেই তৈরি হল কমিটি। তবে এই ট্রেন চালু করার ক্ষেত্রে বর্তমানে পরিকাঠানোর অবাব রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন রেলমন্ত্রী নিজেই। দুহাজার নয় সালে ভিশন টুয়েন্টি-টুয়েন্টিতে হাইস্পিড ট্রেনের কথা ঘোষণা করেছিলেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোনও পরিকাঠামো ছাড়াই কীভাবে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করলেন সেই  প্রশ্নেই সরব হয়েছে বিরোধী শিবির।ভারতে হাই স্পিড ট্রেনের পরিকাঠামো গঠন করতে কমিটি গঠন করল রেল। মঙ্গলবার দিল্লিতে রেলমন্ত্রী মল্লিকার্জুন খড়গের উপস্থিতি এই কমিটি গঠন করা হয়। ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান অরুনেন্দ্র কুমারও। রেলমন্ত্রী বলেন অন্যান্য দেশে হাইস্পিড ট্রেনের গতিবেগ ঘণ্টায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার হলেও ভারতে সেই পরিকাঠামো নেই। ফলে এখন রাজধানী, শতাব্দির মত যে ট্রেন গুলি ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিবেগে চলে, সেগুলির গতিবেগই বাড়িয়ে ঘণ্টায় দুশো করা হবে। তবে এক ধাপে সেটা সম্ভব নয় বলেও জানান রেলমন্ত্রী।

২০০৯ সালে এই হাইস্পিড ট্রেনের কথাই ভিশন টুয়েন্টি টুয়েন্টিতে ঘোষণা করেছিলেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার জন্য যে বিপুল অর্থ,সময় ও পরিকাঠামোর প্রয়োজন তার কোনও সঠিক রুপরেখা ছিলনা তত্ত‍কালীন রেলমন্ত্রীর ঘোষণায়।  বর্তমান রেলমন্ত্রকের হাই স্পিড ট্রেনের পরিকাঠামো গঠনের পর  প্রশ্ন উঠছে কোনও রকম পরিকাঠামো তৈরি না করেই কীভাবে হাইস্পিড ট্রেনের কথা ভিশন টুয়েন্টি টুয়েন্টিতে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী সেই ঘোষণা ছিল শুধুই প্রচারের চমক? প্রশ্ন তুলেছেন বিরোধীরাই।

First Published: Tuesday, October 29, 2013, 23:29


comments powered by Disqus