Last Updated: Tuesday, October 29, 2013, 23:29
হাইস্পিড ট্রেনের পরিকাঠামো গড়তে কমিটি তৈরি করল রেল। রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতেই তৈরি হল কমিটি। তবে এই ট্রেন চালু করার ক্ষেত্রে বর্তমানে পরিকাঠানোর অবাব রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন রেলমন্ত্রী নিজেই। দুহাজার নয় সালে ভিশন টুয়েন্টি-টুয়েন্টিতে হাইস্পিড ট্রেনের কথা ঘোষণা করেছিলেন তত্কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।