Last Updated: April 26, 2012 22:55

আগামী মে মাসে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। প্রাথমিকভাবে মেমাসের প্রথম সপ্তাহে ক্লিনটনের বেজিংয়ে যাওয়ার কথা থাকলেও, ভারত সফরের পরিকল্পনা ছিল না। মার্কিন বিদেশ দফতর সূত্রে জানা গেছে হঠাত্ই কর্মসূচীতে এই পরিবর্তন করা হয়েছে। ৫ থেকে ৮ মে-র মধ্যে ভারত ও বাংলাদেশে সফর করবেন মার্কিন বিদেশসচিব। ভারতে থাকবেন ৭ এবং ৮ মে।
আগামী ১৩ জুন ওয়াশিংটনে পঞ্চম দফার ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক। তারই প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এই সফরকে। এই সফরে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে আলোচনায় বসবেন হিলারি ক্লিনটন। নয়াদিল্লির পাশাপাশি তিনি কলকাতাতেও আসবেন তিনি। এর আগে তিনি কলকাতায় এসেছিলেন ১৯৯৭ সালে মার্কিন ফার্স্ট লেডি থাকার সময়।
First Published: Thursday, April 26, 2012, 23:01