সেমিফাইনালের পরিকল্পনা শুরু ভারতীয় হকির

সেমিফাইনালের পরিকল্পনা শুরু ভারতীয় হকির

Tag:  India hockey olympics semis
সেমিফাইনালের পরিকল্পনা শুরু ভারতীয় হকিরঅলিম্পিকের যোগ্যতা অর্জন করার পর এবার কয়েকদিন বিশ্রাম। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে শিলিগুড়িতে নেমে ভারতীয় হকি দলের অধিনায়ক ভরত ছেত্রী জানিয়েছেন, তাঁদের কাছে পাখির চোখ যে কোন মূল্যে অলিম্পিকে সেমিফাইনালে ওঠা।

অলিম্পিকের আগে সন্দীপরা নিজেদের শক্তি আরও বাড়াতে এই মাসের শেষের দিকেই লন্ডনে শিবির করতে যাচ্ছেন। এরপর বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শক্তিপরীক্ষা করারও চিন্তা ভাবনা রয়েছে ভারতীয় হকির। ভারতকে অলিম্পিকে যোগ্যতা অর্জন করানোর পর শিলিগুড়িতে নিজের বাড়ি ফেরার পর উষ্ণ অভ্যর্থনা মজুত ছিল ভরত ছেত্রীর জন্য।

First Published: Wednesday, March 7, 2012, 21:50


comments powered by Disqus