Last Updated: Tuesday, September 25, 2012, 17:23
মোহনবাগান, মহামেডান, প্রয়াগের মত কলকাতার দলগুলোর ব্যর্থতার মাঝে মশাল হয়ে জ্বলে উঠল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগের শেষ ম্যাচে টানাটান উত্তেজনায় কালীঘাট এমএসকে ৪-৩ গোলে হারিয়ে শেষ চারে উঠল ইস্টবেঙ্গল। এই গ্রুপের অন্য ম্যাচে ওনজিসি ২-১ গোলে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার হয়ে যায় মর্গ্যানের দলের।