হুঁশিয়ারী দিল হকি ইন্ডিয়া, Hockey India threatens

হুঁশিয়ারী দিল হকি ইন্ডিয়া

হুঁশিয়ারী দিল হকি ইন্ডিয়াওয়ার্ল্ড সিরিজে হকিতে খেলার জন্য সই করা ভারতীয় খেলোয়াড়দের হুঁশিয়ারী দিল হকি ইন্ডিয়া। সংস্থার সচিব নরেন্দ্র বাত্রা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা জাতীয় শিবিরে যোগ দেবেন না, তারা অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী ম্যাচে খেলতে পারবেন না। ডিসেম্বর-জানুযারী মাসে ভারতীয় দলের শিবির হবে। একইসময়ে হবে ওয়ার্ল্ড সিরিজ হকি। ফলে খেলোয়াড়দের যেকোন একটিকে বেছে নিতে হবে।
 

First Published: Thursday, November 17, 2011, 21:01


comments powered by Disqus