Last Updated: Thursday, November 17, 2011, 20:55
ওয়ার্ল্ড সিরিজে হকিতে খেলার জন্য সই করা ভারতীয় খেলোয়াড়দের হুঁশিয়ারী দিল হকি ইন্ডিয়া। সংস্থার সচিব নরেন্দ্র বাত্রা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা জাতীয় শিবিরে যোগ দেবেন না, তারা অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী ম্যাচে খেলতে পারবেন না।