Hooch once again in south 24 pargana

বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যু জয়নগরে

বিষমদ খেয়ে ৬ জনের মৃত্যু জয়নগরে গতকাল ফের বিষ মদে মৃত্যুর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনায়। এবার জয়নগরে। জয়নগরের বেলিয়াচণ্ডী এলাকায় মৃত্যু হয়েছে ছয় জনের। অসুস্থ চারজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদের রমরমা চললেও ব্যবস্থা নেয়নি পুলিস। উল্টে বিষমদে মৃত্যুর ঘটনা যাতে ফাঁস না হয়, তার জন্য মৃতদেহ দ্রুত সত্‍কার করতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।

একেরপর এক বিষমদকাণ্ড ঘটছে রাজ্যে। অথচ এখনও চোলাই মদের রমরমা কারবার নিয়ন্ত্রণে অপারগ রাজ্য প্রশাসন।

First Published: Saturday, January 25, 2014, 14:03


comments powered by Disqus