Last Updated: Saturday, January 25, 2014, 14:03
গতকাল ফের বিষ মদে মৃত্যুর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনায়। এবার জয়নগরে। জয়নগরের বেলিয়াচণ্ডী এলাকায় মৃত্যু হয়েছে ছয় জনের। অসুস্থ চারজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।