Last Updated: December 18, 2013 12:09
তারাপিঠে বিষ মদ খেয়ে মৃত্যু হল ৭ জনের। আশঙ্কাজনক ৫০ জনেরও বেশি। গতকাল রাতে কুতুবপুর থেকে তারাপিঠ শ্মশানে দেহ সত্কারে এসে মদ্যপান করেন তাঁরা। এরপরেই অসুস্থ হয়ে পড়েন প্রত্যেকেই। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় চারজনের।
গুরুতর অসুস্থ ছয়জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়। বাকিদের রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিত্সা চলছে। যে দোকান থেকে মদ কেনার অভিযোগ উঠেছে যদিও সেই দোকান মালিকের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস।
ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া, আর প্রিয় জনদের কান্নার হাহাকার। মনে করিয়ে দিচ্ছে ডিসেম্বরে সংগ্রামপুরের সেই দুঃস্বপ্নের মৃত্যুর কথা।
First Published: Wednesday, December 18, 2013, 12:09