hooch tragedy - Latest News on hooch tragedy| Breaking News in Bengali on 24ghanta.com
শ্মশানে দেহ সত্‍কারে এসে তারাপিঠে বিষ মদ খেয়ে মৃত্যু ৭ জনের, আশঙ্কাজনক ৫০

শ্মশানে দেহ সত্‍কারে এসে তারাপিঠে বিষ মদ খেয়ে মৃত্যু ৭ জনের, আশঙ্কাজনক ৫০

Last Updated: Wednesday, December 18, 2013, 12:09

তারাপিঠে বিষ মদ খেয়ে মৃত্যু হল ৭ জনের। আশঙ্কাজনক ৫০ জনেরও বেশি। গতকাল রাতে কুতুবপুর থেকে তারাপিঠ শ্মশানে দেহ সত্‍কারে এসে মদ্যপান করেন তাঁরা। এরপরেই অসুস্থ হয়ে পড়েন প্রত্যেকেই। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় চারজনের।