প্রার্থী অসন্তোষে হুগলিতে দিশাহারা কংগ্রেস

প্রার্থী অসন্তোষে হুগলিতে দিশাহারা কংগ্রেস

প্রার্থী অসন্তোষে হুগলিতে দিশাহারা কংগ্রেসদলের অন্দরে ক্ষোভ প্রার্থী নিয়ে। নাম ঘোষণা করেও তাই হুগলি লোকসভা কেন্দ্রে চাপে কংগ্রেস। দলের একাংশের অভিযোগ, প্রার্থী প্রীতম ঘোষের সঙ্গে জেলার কংগ্রেস কর্মীদের দীর্ঘদিন কোনওরকম যোগাযোগ নেই। এমন একজন জনবিচ্ছিন্ন নেতাকে প্রার্থী করায় আখেরে লাভ হবে অন্য দলগুলিরই। দাবি বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের।

হুগলি লোকসভা কেন্দ্রে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কিন্তু কংগ্রেস এখনও দিশাহীন। প্রার্থী নিয়ে দীর্ঘ টালবাহানার পর এআইসিসি শেষপর্যন্ত এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রীতম ঘোষকে। কিন্তু এখানেই গণ্ডগোলের শুরু। প্রার্থীকে নিয়ে ক্রমেই দলের অন্দরে চড়ছে অসন্তোষের সুর।

প্রতীম সিংহ রায়। কংগ্রেসের এই নেতার নাম প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল গোড়া থেকে। এই কেন্দ্রে প্রার্থী হিসাবে শোনা যাচ্ছিল হুগলি জেলা কংগ্রেসের আবদুল মান্নানের। অবস্থা এমনই যে প্রতিপক্ষ দলকে ভোট দেওয়ারও হুমকি দিচ্ছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা-কর্মীরা।

First Published: Tuesday, March 25, 2014, 18:44


comments powered by Disqus