Last Updated: Tuesday, March 25, 2014, 18:44
দলের অন্দরে ক্ষোভ প্রার্থী নিয়ে। নাম ঘোষণা করেও তাই হুগলি লোকসভা কেন্দ্রে চাপে কংগ্রেস। দলের একাংশের অভিযোগ, প্রার্থী প্রীতম ঘোষের সঙ্গে জেলার কংগ্রেস কর্মীদের দীর্ঘদিন কোনওরকম যোগাযোগ নেই। এমন একজন জনবিচ্ছিন্ন নেতাকে প্রার্থী করায় আখেরে লাভ হবে অন্য দলগুলিরই। দাবি বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের।