Last Updated: July 28, 2013 20:26

রীতিমতো প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে বেহালার জেমস লঙ সরণির বাসিন্দাদের। কারণ, রাস্তাজুড়ে এখন খানাখন্দ আর বড় বড় গর্ত। অস্থায়ীভাবে স্টোন চিপস দিয়ে রাস্তা মেরামতি করা হলেও, বর্ষায় তা ধুয়ে গেছে। দুর্ভোগ আরও বেড়েছে রাস্তার অধিকাংশ আলো না জ্বলায়।
সেই রাস্তারই এখন নরকদশা। তবে তাতে বিপদ আরও বেড়েছে।
একদিকের রাস্তায় চলছে নিকাশির কাজ। অন্যদিক দিয়েই চলছে দুদিকের গাড়ি। কিন্তু তাতেও পদে পদে বিপদ।
কারণ, রাস্তার বেশিরভাগ আলোই খারাপ। ফলে রাত এখন বিভীষিকা জেমস লঙ সরণি দিয়ে যাতায়াত করা মানুষের কাছে।
বর্ষাবিদায়ের আগে পর্যন্ত তাঁদের যে এই নরকযন্ত্রণা ভোগ করতে হবে, তা বেশ বুঝতে পারছেন বেহালার বাসিন্দারা।
First Published: Sunday, July 28, 2013, 20:57