Last Updated: Sunday, July 28, 2013, 20:26
রীতিমতো প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে বেহালার জেমস লঙ সরণির বাসিন্দাদের। কারণ, রাস্তাজুড়ে এখন খানাখন্দ আর বড় বড় গর্ত। অস্থায়ীভাবে স্টোন চিপস দিয়ে রাস্তা মেরামতি করা হলেও, বর্ষায় তা ধুয়ে গেছে। দুর্ভোগ আরও বেড়েছে রাস্তার অধিকাংশ আলো না জ্বলায়।