ত্রিপুরায় গণধর্ষণের শিকার গৃহবধূ

ত্রিপুরায় গণধর্ষণের শিকার গৃহবধূ

ত্রিপুরায় গণধর্ষণের শিকার গৃহবধূদিল্লির ধর্ষণের বীভৎসতা এখনও সমান দগদগে। গত কয়েক দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল সারা দেশ। এর মাঝেই গত বুধবার ত্রিপুরায় পৈশাচিক গণধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ।

পুলিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিম ত্রিপুরার বিশালগড়ে বুধবার রাতে দুষ্কৃতীরা ওই গৃহবধূকে বাড়ি থেকে জোর করে বের আনে। এরপর তিনি শিকার হন গণধর্ষণের। ধর্ষণের পরে পাঁচ বছরের শিশু পুত্রের মা ওই মহিলাকে নগ্ন করে নৃশংস ভাবে মারধর করে ওই ধর্ষকরা। এই নারকীয় ঘটনাটি ঘটে সর্বসমক্ষেই। কিন্তু কেউই ভয়ে ওই মহিলাকে রক্ষা করতে এগিয়ে আসেননি।

ধর্ষিতা ওই গৃহবধূর অভিযোগ অনুযায়ী পুলিস সাত জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত সহ তিনজন এখনও ফেরার।

নিগৃহীতা মহিলার স্বামীকেও সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছে না ত্রিপুরা পুলিস।

ত্রিপুরার মহিলা কমিশনের চেয়ারপার্সন পূর্ণিমা রায় পুলিসকে অবিলম্বে এই ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

বিশালগড় থেকে ২৫ কিলোমিটার দূরে আজ এই ঘটনার প্রতিবাদে একটি মিছিল হয়।




First Published: Saturday, December 22, 2012, 22:44


comments powered by Disqus