Last Updated: Monday, December 24, 2012, 10:58
নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে বন্দি করেও বিক্ষোভ আটকানো গেল না দিল্লিতে। ধর্ষণকাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সকাল থেকেই বিক্ষোভ হয় যন্তরমন্তরের সামনে। বিভিন্ন রাস্তায় অস্থায়ী ব্যারিকেডকে উপেক্ষা করেই বিক্ষোভকারীরা যন্তরমন্তরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। প্রধানমন্ত্রীর আবেদন যে কোনও কাজে আসেনি, সন্ধায় তা আরও পরিষ্কার হয়ে যায়। রাষ্ট্রপতি ভবনের সামনের পর আজ বিক্ষোভ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের বাসভবনের সামনে। যদিও এই বিক্ষোভকে কড়া হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি থেকেছে হুঁশিয়ারিতেই। সমস্ত হুঁশিয়ারি অগ্রাহ্য করেই সুশীলকুমার শিন্ডের বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে সরকারের কাছে আরও অস্বস্তির বার্তা পৌঁছে দিল বিক্ষোভকারীরা।