Last Updated: June 28, 2014 10:00
শুক্রবার এক মহিলার ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা। এদিন রাতে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন এক মহিলা। তখনই তাঁর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে এক দুষ্কৃতী। মহিলার চিত্কার শুনে ওই ছিনতাইবাজকে ধরে ফেলেন পথচলতি মানুষ। অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় হাওড়া ব্রিজের বুথে কর্তব্যরত পুলিস। মারমুখী জনতার হাত থেকে ছিনতাইবাজকে উদ্ধার করে তারা। এরপরেই ওই পুলিসবুথটিতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। এর আগেও পুলিসি নিষ্ক্রিয়তার প্রতিবাদে ওই পুলিসবুথটিতে ভাঙচুর চালানো হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিসবাহিনী। অভিযুক্ত ছিনতাইবাজকে গ্রেফতার করে নিয়ে যায় তারা।
First Published: Saturday, June 28, 2014, 10:00