Last Updated: Friday, April 12, 2013, 14:19
বার বার আর ইস্পাতের পাত পাল্টে নয়। ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে সংরক্ষনে এবার ফাইবার গ্লাসের সাহায্য নিচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট। যত্রতত্র পান কিংবা গুটখার পিক ফেলায় ক্ষতিগ্রস্থ এই ব্রীজ বাঁচাতে মরিয়া কতৃপক্ষ। তবে প্রশ্ন উঠেছে নাগরিক সচেতনতা না বাড়িয়ে আদৌ কি এভাবে সংরক্ষণ করা সম্ভব শতাব্দী প্রাচীন এই ব্রীজ।