পাড়ুই কাণ্ড: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হৃদয় ঘোষ

পাড়ুই কাণ্ড: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হৃদয় ঘোষ

পাড়ুই কাণ্ড: সুপ্রিম কোর্টের দ্বারস্থ হৃদয় ঘোষপাড়ুইকাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন নিহত সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ। আজই তিনি দিল্লি রওনা হচ্ছেন। সর্বোচ্চ আদালতে আবেদন জানাবেন সোমবার।

গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় তিন সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হৃদয় ঘোষ। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষ। এরপরই নিজের বাড়িতে খুন হন তাঁর বাবা সাগর ঘোষ। এই হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ একচল্লিশজন তৃণমূল নেতা-কর্মীর।

First Published: Friday, April 18, 2014, 14:15


comments powered by Disqus