Last Updated: Friday, June 13, 2014, 15:26
ব্যক্তিগত কারণে পাড়ুই মামলা থেকে সরে গেলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আদালতকক্ষে আবেগপ্রবণ বিচারপতির মন্তব্য, জীবনের শেষ দিন পর্যন্ত এই ঘটনা তাঁকে নাড়া দিয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগের রাতে বীরভূমের পাড়ুইয়ে খুন হন, নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। রাজ্য পুলিসের ডিজির নেতৃত্বে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল গড়েছিলেন বিচারপতি । তদন্তে অগ্রগতির রিপোর্ট চেয়ে রাজ্য পুলিসের ডিজিকে আদালতে তলবও করেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হলেও মামলাটি তার কাছেই ফিরে আসে। আজ ব্যাক্তিগত কারণ দেখিয়ে তা থেকে অব্যহতি নিলেন বিচারপতি। ২৮শে এপ্রিল মঙ্গলকোটের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন অনুব্রত মন্ডল। ২৯শে এপ্রিল বিভিন্ন সংবাদপত্রে সেই ছবি প্রকাশিত হয়।