Last Updated: May 1, 2014 22:19

বিবাহ বিচ্ছেদের আইনি আবেদন করলেন হৃতিক-সুজানে। বৃহস্পতিবার বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টে দুই পক্ষের সম্মতিতে ডিভোর্সের আবেদন করলেন তাঁরা। গত বছরের মাঝামাঝি সময় থেকেই আলাদা থাকছিলেন হৃতিক-সুজানে। তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে বহু জল্পনা চললেও অবশেষে ডিসেম্বর মাসে মিডিয়ার কাছে সম্পর্ক ভাঙার কথা প্রকাশ করেন তাঁরা।
২০ ডিসেম্বর, ২০০০ বিয়ে হয় হৃতিক-সুজানের। গত ১৩ বছর তাঁরা ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তাঁদের বিচ্ছদের খবরে স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন ভক্তরা। গত বছর বিচ্ছেদের খবর প্রকাশ করে হৃতিক ফেসবুকে লিথেছিলেন, "এটা ভালবাসার প্রতি আমার নিবেদন। সুজানে সারাজীবন আমার ভালবাসা হয়েই থাকবে। আমার থেকে দূরে গিয়ে যদি ওর হাসি আরো উজ্জ্বল হয়, তাহলে আমিও সেটাই চাইব।"
First Published: Thursday, May 1, 2014, 22:19