Last Updated: Thursday, May 1, 2014, 22:19
বিবাহ বিচ্ছেদের আইনি আবেদন করলেন হৃতিক-সুজানে। বৃহস্পতিবার বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টে দুই পক্ষের সম্মতিতে ডিভোর্সের আবেদন করলেন তাঁরা। গত বছরের মাঝামাঝি সময় থেকেই আলাদা থাকছিলেন হৃতিক-সুজানে। তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে বহু জল্পনা চললেও অবশেষে ডিসেম্বর মাসে মিডিয়ার কাছে সম্পর্ক ভাঙার কথা প্রকাশ করেন তাঁরা।