Last Updated: March 18, 2013 15:51

হৃতিক শিব হলে সতী কে? করণ জোহরের আগামী শুদ্ধির ঘোষনার পর থেকেই চলছিল জল্পনা। অবশেষে সতীর ভূমিকায় অভিনয় করতে সম্মত হয়েছেন করিনা। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ১০ বছর পর পর্দায় ফিরছেন হৃতিক-করিনা জুটি।
শোনা গিয়েছিল আমিশ ত্রিপাঠির উপন্যাস ইমমর্টালস অফ মেলহা অবলম্বনে তৈরি হচ্ছে শুদ্ধি। তবে সেই গুজব উড়িয়ে দিয়েছেন করণ জোহর। অগ্নিপথের পরিচালক করণ মলহোত্রা পরিচালনা করবেন শুদ্ধি।
২০০০ সালে ইয়াদেঁ ছবিতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল দু`জনকে। এর পর কভি খুশি কভি গম (২০০১), মুঝসে দোস্তি করোগে(২০০২) ও ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ(২০০৩)। এর পর টানা এক দশক দু`জনকে পর্দায় একসঙ্গে দেখেনি দর্শক। অবশেষে আবার শুদ্ধিতে তাঁদের একসঙ্গে নিয়ে এলেন করণ।
First Published: Monday, March 18, 2013, 15:51