Last Updated: Saturday, October 5, 2013, 21:53
সুপারহিরোরা সকলের জীবনকেই বোধহয় প্রভাবিত করে। আর যাঁরা নিজেরাই সুপারহিরো হওয়ারা সুযোগ পেয়েছেন, অনুভব করেছেন সেই ম্যাজিক, তাঁদের তো সারা জীবনের সেরা পাওয়া পেয়েই গেছেন। ঠিক এরকমই মনে করেন হৃতিকও। জানালেন, কৃষ থ্রি-র চরিত্রই তাঁকে জীবনে সবথেকে বেশি প্রভাবিত করেছে।