Last Updated: April 18, 2014 21:21

মাত্র চার মাস আগে বিচ্ছেদ হয়েছে দুজনের। তারপর থেকে দুজনেই চুপচাপই থেকেছেন। মিডিয়ার সামনে বেশি মুখ খোলেননি কেউই। তবে মনে হচ্ছে এবারে বোধহয় দুজনেই জীবন গুছিয়ে নিয়েছেন হৃতিক ও সুজানে।
গুজব ছিল বিচ্ছেদের পর থেকে ভেঙে পড়েছেন হৃতিক। কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এখন নিজের আগামী ছবির শুটিং নিয়েই ব্যস্ত হৃতিক। অন্যদিকে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পার্টি করে বিচ্ছেদের অবসাদ থেকে বেরিয়ে আসছিলেন সুজানে। তবে সুজানেও এবার কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছেন পুরোপুরি। অনেক গুজব বাজারে রটলেও নিজের জীবন সম্পর্কে নীরবতাকেই বেছে নিয়েছেন সুজানে।
দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কের পর গত বছর ডিসেম্বর মাসে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হৃতিক-সুজানে।
First Published: Friday, April 18, 2014, 21:21