সোমবার প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল

সোমবার প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল

সোমবার প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফলআগামী তেসরা জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে সকাল দশটায় । সকাল এগারোটা থেকে পরীক্ষার ফল জানা যাবে  সংসদের ওয়েবসাইটগুলিতে । ফল জানা যাবে এসএমএস-এর মাধ্যমেও।সোমবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল এগারোটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা।  

ওয়েবসাইটগুলি হল
URL|WBCHSE.NIC.IN
URL|WBRESULT.NIC.IN
URL|RESULT.BANGLARMUKH.GOV.IN

এসএমএসের মাধ্যমে ফল জানতে
ডব্লিউ বি বারো স্পেস দিয়ে রোল নম্বর লিখে
পাঠাতে হবে ফাইভ ফোর টু ফোর টু, ফাইভ সিক্স টু সিক্স থ্রি অথবা ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এই নম্বর গুলিতে।
রাজ্যের একান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মার্কশিট এবং সার্টিফিকেট নিতে পারবে স্কুলগুলি। ডিস্ট্রিবিউশন সেন্টারের তালিকা পাওয়া যাবে সংসদের ওয়েবসাইট থেকেই ।

গতবছর পর্যন্ত ওয়েবসাইটে শুধুমাত্র গ্রেড জানা যেত। এবছর বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও জানা যাবে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা বুঝতে পারবেন, নম্বরের ভিত্তিতে মোট পরীক্ষার্থীর মধ্যে তার আগে বা পরে কত শতাংশ পরীক্ষার্থী রয়েছেন।
ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘণ্টা। 

First Published: Thursday, May 30, 2013, 12:19


comments powered by Disqus