Last Updated: Monday, June 3, 2013, 08:25
প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। গতবারের তুলনায় কিঞ্চিৎ কমল পাশের হার। এবছর ৭৭.৩৫%। গত বার ছিল ৭৭.৮৮%। এবছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭, ৭১, ৩৬০ জন। সফল পরীক্ষার্থী ৫, ৬৮, ০১৫ জন। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে (৮৬.৫৭%), এরপর কলকাতা( ৮৬.০১%), হুগলি (৮২.৯০%)। ছাত্রদের পাশের হার ৭৯.৪৪% ও ছাত্রীদের পাশের হার ৭৫.০৮%।