উগো সাভেজ (১৯৫৪-২০১৩)

উগো সাভেজ (১৯৫৪-২০১৩)

উগো সাভেজ (১৯৫৪-২০১৩)প্রয়াত হয়েছেন ল্যাটিন আমেরিকার জুনিয়র ফিদেল কাস্ত্রো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো শাভেজ। তাঁর প্রয়াণের সঙ্গে এক বর্ণময় জীবন বদলে গেল ইতিহাসে। ১৪ বছরের শাসনকাল ছাড়াও তার জীবন ছিল সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। চোখ বুলিয়ে নেব ফিদেল কাস্ত্রোর স্নেহধন্য ভেনেজুয়েলার সেই জননয়াকের জীবনপঞ্জীতে।

নেতার পতন এবং উত্থান

১৯৫৪: ২৮ জুলাই, বারিনাস স্টেটের সাবানেতায় এক স্কুল শিক্ষকের ঘরে জন্ম সাভেজের।
১৯৭৫: মিলিটারি সায়েন্সে ভেনিজুলেয়া অ্যাকাডেমি থেকে স্নাতক।
১৯৭৭: সেনার বৈপ্লবিক আন্দোলনে সক্রিয় যোগদান।
১৯৮১: মিলিটারি অ্যাকাদেমিতে শিক্ষক হিসাবে যোগদান।
১৯৯২: সামরিক অভ্যুত্থানে প্রসিডেন্ট কার্লোর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করায় দু`বছরের জেল হয় সাভেজের।
১৯৯৪: দলের পুনরুত্থান। মুভমেন্ট অফ দ্য ফিফথ রিপাবলিক।
১৯৯৯: ১৯৯৮-এ নির্বাচন জয়ের পর প্রশাসনিক আসনে।
২০০২: ক্যু প্রতিহত করে দু`দিন পর ক্ষমতায় ফেরেন।
২০১১: জুন মাসে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। কিউবায় চিকিৎসা শুরু হয় উগো সাভেজের।
২০১২: অক্টোবর। ছ`বছরের জন্য পুনর্নির্বাচিত।
২০১২: ডিসেম্বর। কিউবায় ক্যানসার আক্রান্ত সাভেজের অপরেশন হয়।
২০১৩: ফেব্রুয়ারি। ভেনেজুয়েলায় ফিরেও চিকিৎসা চালিয়ে যেতে হয় সাভেজকে।
২০১৩: মার্চ ৩। দেশের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেন, উগো সাভেজ প্রয়াত।








First Published: Wednesday, March 6, 2013, 15:27


comments powered by Disqus